in হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহঃ)

খলীফাদের তালিকা

হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহঃ) এর মুরীদানের মধ্যে অর্ধলক্ষেরও বেশী ছিলেন আলিম। এদের মধ্যে হাজার হাজার ছিলেন মুফাচ্ছির, মুহাদ্দিছ, মুফতী, ক্বারী, মাদ্রাসার মুহতামিম, লেখক, সাহিত্যিক, গবেষক, খতীব ও ইসলামী চিন্তাবিদ। এ সকল আলিম মুরীদদের মধ্য থেকে ১৭ জনকে তিনি খেলাফত দান করেছেন।

► প্রথম দফায় খেলাফত দান করেছেন ১৭/১১/১৯৯০ ইং তারিখে নিম্নোক্ত ৭ জনকেঃ-
১. হযরত মাওলানা আবদুর রাজ্জাক (রহঃ), ফেনী।
২. হযরত মাওলানা মুহাম্মাদ ফজলুর রহমান (রহঃ), কুমিল্লা।
৩. হযরত মাওলানা মুজীবুর রহমান, কালিশুরী, বাউফল, পটুয়াখালী।
৪. হযরত মাওলানা হাবীবুর রহমান খান, দুমকী, পটুয়াখালী।
৫. হযরত মাওলানা আলী আহমদ (রহঃ), খুলনা।
৬. হযরত মাওলানা মুহাম্মাদ আমজাদ হোসাইন, কুশাবাড়ীয়া, মাগুরা।
৭. হযরত মাওলানা আবদুর রশীদ, কেওড়াবুনিয়া, বরগুনা।

► দ্বিতীয় দফায় খেলাফত দান করেছেন ১৭/১১/১৯৯৮ ইং তারিখে নিম্নোক্ত ১০ জনঃ-
১. হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, সাহেবজাদা, হযরত পীর সাহেব (রহঃ), চরমোনাই।
২. হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সাহেবজাদা, হযরত পীর সাহেব (রহঃ), চরমোনাই।
৩. হযরত মাওলানা শাহজাহান ফরীদী (মাদানী হুযূর) (রহঃ), শরীয়তপুর।
৪. হযরত মাওলানা নূরুল হুদা ফয়েজী, গালুয়া, রাজাপুর, ঝালকাঠী ।
৫. হযরত মাওলানা আইউব আলী আনসারী, সোনারগাঁও, রাজাপুর, ঝালকাঠী।
৬. হযরত মাওলানা আবদুল কাদের, গালুয়া, রাজাপুর, ঝালকাঠী।
৭. হযরত মাওলানা আবদুল মজীদ, মোড়েলগঞ্জ, বাগেরহাট।
৮. হযরত মাওলানা হাফেজ আবদুল আউয়াল, খুলনা।
৯. হযরত মাওলানা হাফেজ ইউনুস আহমদ, খুলনা।
১০. হযরত মাওলানা সেকান্দার আলী, নলছিটি, ঝালকাঠী।

Related Posts