in হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহঃ)

ইশা আন্দোলনের দায়িত্বশীলদের প্রতি অসিয়ত

(১) যে জাতির মধ্যে জিহাদের জযবা নেই সে জাতি মুর্দা, কাজেই ইশা আন্দোলনের সকল দায়িত্বশীলদের মধ্যে জিহাদী জযবা জাগ্রত রাখতে হবে এবং সাহাবায়ে কেরামের নমুনায় দৃঢ়ভাবে আন্দোলনের নীতিমালা অনুযায়ী অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে।

(২) আন্দোলনকে স্থিতিশীল ও সুষ্ঠু পরিচালনার নিমিত্তে খোলাফাগণ ও মজলিসে খাছের সিদ্ধান্ত মোতাবেক যিনি আমীরুল মুজাহিদীন নির্বাচিত হবেন পদাধিকার বলে তিনিই আন্দোলনের আমীর মনোনীত হবেন। সুতরাং তার হাতে বাইয়াত গ্রহণ করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে মঞ্জিলে মাকসূদে পৌছাতে আপ্রাণ চেষ্টা করবেন।
(৩) আন্দোলনের দায়িত্বশীল ও কর্মীদের মাঝে যাতে মতানৈক্য সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবে। কেননা, মতানৈক্য সমস্ত সংগঠন শক্তিকে বিনষ্ট করে দেয়।
(৪) কর্মীদের সহিত কখনও দুর্ব্যবহার করবে না। তাদের ত্রুটি-বিচ্যুতি ক্ষমার নযরে দেখবে। বিশেষ করে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে নেবে।
(৫) হিম্মত ও খুলূসিয়াতের সাথে কাজ চালিয়ে যাবে। কোন অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করবে না।