in হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহঃ)

আওলাদগণের প্রতি অসিয়ত

(১) শরীয়াতের যাবতীয় আহকাম যথাযথ পালন করবে।

(২) আমার ত্যাজ্য সম্পত্তি ওয়ারিসদের মধ্যে শরীয়াত মোতাবেক বন্টন করবে।
(৩) ভাই-বোন ও অন্যান্য আত্মীয়-স্বজনের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলবে।
(৪) সর্বদা হক্কানী ওলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীনের প্রতি আন্তরিক মহব্বত রাখবে।
(৫) যদি মীরাছ বন্টন ও অন্য কোন ক্ষেত্রে কখনও কোন প্রকার জটিলতার সৃষ্টি হয়, তাহলে বামুকের মজলিসে খাছ ও আমার খোলাফাদের সমš^য়ে যে ফয়সালা হবে তা সকলেই মেনে নেবে।
(৬) এ উপমহাদেশের অনেক হক্কানী বুযুর্গানে দ্বীনের ইন্তিকালের পরে তাদের কবর এবং তরীক্বা র্শিক ও বিদ্য়াতের কেন্দ্রে পরিণত হয়েছে। কাজেই আমার ইন্তিকালের পরে আমার কবর ও ত্বরীকাকে কেন্দ্র করে কোন প্রকার র্শিক এবং বিদ্য়াতী কার্যকলাপ চালু না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখবে।
(৭) আমার ইন্তিকালের পরে যদি আমার যিম্মায় কোন ফরযিয়াত অথবা ঋণ বাকী থাকে তাহলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তা প্রদান করবে।
(৮) আমার খলীফাগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে।
(৯) আমার প্রতিষ্ঠিত মিশনসমূহ বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে।